Analysis

জেনে নিন বাড়ি থেকে বেড়ানোর আগে ময়দানের হাল হকিকত

অচেনা ময়দান যেন ভূতের ভবিষ্যৎ

কলকাতার হাল হকিকত জানতে খিদিরপুর পেরিয়ে ফোর্ট উইলিয়াম এর দিকে
ময়দান : রেসকোর্স লোক থাকলেও আজ নেই একদম
ফোর্ট উইলিয়াম: রক্ষী দের গেটের সামনে প্রিতিদিনের মত পাহারাদার যথারীতি , তবে আড়াল থেকে মুখ বাড়িয়ে
ফোর্ট উইলিয়াম মাঠ : সকালে যারা প্রাতকৃত্য করে ময়দানে তারাও উধাও , আর শরীর চর্চা তো বিরল বেপার
টাউন মাঠ ও আই এফ এ মাঠ : কেউ নেই ঝোড়ো হাওয়া বইছে সাথে হালকা বৃষ্টি।
ইডেন গার্ডেন , রেঞ্জার্স মাঠ , মোহনবাগান , ইস্ট বেঙ্গল , মহামেডান সহ ওয়ারী মাঠের মালি ছাড়া কেউ নেই।
রাস্তায় ছোট বড় গাছ পোড়ে , তবে ঝোড়ো বৃষ্টিতে রাস্তা নোংরা ভীষণ।
ময়দান মার্কেট : চায়ের দোকান পাঁচটি খোলা , দুটো তে ভিড় বাকি গুলো ফাঁকা। সব দোকান বন্ধ , দেয়াল ঘেসে শুয়ে আছেন দোকানিরা। বাড়ি ফেরেন নি অনেকে আশঙ্কায়।
ময়দানের মনুমেন্ট : একদম ফাঁকা , যারা মনুমেন্টের  তলায় শুতেন তারাও আজ উধাও। ছিটিয়ে ছড়িয়ে বাস লরি. ট্যাক্সির ভিড়। চালক উধাও হলেও রয়েছে হেলপারের চলছে তদারকি।
মেয়ো রোডের মোড়ে চার পাঁচ জন দাঁড়িয়ে বাসের জন্য
পার্ক স্ট্রিট হালকা লোকের সমাগম এদিক ওদিক যাচ্ছে
ধর্মতলা নিজের ছন্দে ফিরতে সময় লাগবে। রাস্তার কাজের লোকেরা অনেকটাই কম। ইতি উতি করতে করতে কলকাতা এগোচ্ছে।
রবীন্দ্র সদন থেকে পার্ক স্ট্রিট অনেকটাই ফাঁকা , সময় বাড়ার সাথে সাথে লোক বাড়ছে , স্বাভাবিক হচ্ছে কলকাতা
ওপিনিয়ন টাইমস এর একটি প্রতিনিধি দল সকাল ৫টা থেকে কলকাতার রাস্তায় , জানতে চেষ্টা করলাম আজ কলকাতার সকাল

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: