West Bengal
জেলায় বড় অপ্রিয় হয়েছে দল তাই মন্ত্রী জ্যোতিপ্রিয় গনদেবতার দরবারে
তৃণমূলের সমর্থন চলে যাচ্ছে , বিপদে দল তাই নিচু গলায় সুর বেঁধেছে।

নিজেদের সংশোধন করে ভুল ত্রুটি শুধরে ফের গনদেবতার কাছে যাবো। পুরনো তৃণমূল কর্মী সমর্থকদের আরো গুরুত্ব দিয়ে ডাকা হবে,সবমিলিয়ে আশাবাদী হাবড়া পুরসভা ও আগামী বিধসনসভায় জিতবো আমরা। সিপিএম এর ভোট শিফট হয়েছে বিজেপি তে । তাদের আমরা বোঝাবো। তারা ভুল করেছেন তাদের কাছে গিয়ে বোঝাব। হাবড়া যা উন্নয়ন হয়েছে তাতে আমরা আশাবাদী।
গুমা দক্ষিণ সরাই ঈদগা এসে আজ একথা জানান হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।