জেল থেকে বেরিয়েই, নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টা !
অপরাধের শাস্তি পাওয়ার ভয় নেই অভিযুক্তদের তাই আবারো অপরাধ করতে হাত কাঁপার বদলে বেড়েছে সাহস, নেওয়া হচ্ছে না পদক্ষেপ।

@ দেবশ্রী : নেই কোনো রকম শাস্তির ভয়। জামিনে ছাড়া পেয়েই আবার অপরাধ করতে হাত কাঁপলো না দুজন নৃশংস ভক্ষকের। উন্নাও গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়েই ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করল। নির্যাতিতা যখন আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন, তার আগেই তার উপর হল আক্রমন। অবস্থা মর্মান্তিক। প্রায় ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করানো হয়েছে লখনউয়ের একটি হাসপাতালে। এই মুহূর্তে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা চালাচ্ছেন চিকিত্সকেরা।
উত্তরপ্রদেশের উন্নাওয়ে গত মার্চে পাঁচ জন মিলে ধর্ষণ করে মহিলাকে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে। বাকি দু’জন এখনও ফেরার। তবে, জামিনে জেল থেকে বেরিয়ে দুই অভিযুক্ত তার বন্ধুদেরকে নিয়ে, চড়াও হয় নির্যাতিতার গ্রামে। সেই সময় মহিলা ছিলেন, রেল স্টেশনের কাছে। মা বাবার সাথে, রায়বঢ়েলীতে যাওয়ার কথা ছিল তাঁর। তিনি আদালতে যাচ্ছিলেন সাক্ষী দিতে। কিন্তু আদালতে পৌঁছাবার আগেই, স্টেশনে গিয়ে তাঁরা ধর্ষিতাকে জোর করে টেনে নিয়ে যান গ্রামের বাইরে একটি ধানখেতে। তারপর, সেখানে নির্যাতিতার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তেরা।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে গিয়ে ধর্ষিতাকে অর্ধদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। কিন্তু অবস্থা ক্রমাগত সঙ্কটজনক হওয়ায় পরে তাঁকে ভর্তি করানো হয় লখনউয়ের একটি সরকারি হাসপাতালে। এই মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করছেন নির্যাতিতা।