জারি ১৪৪ ধারা – উত্তর কাঁকিনাড়া-ভাটপাড়া ট্রেন লক্ষ্য করে মুড়িমুড়কির মতো বোমাবাজি,
গত কাল রাত্রি থেকেই চাপা উত্তেজনা ,ভোটের পর পেরিয়ে গিয়েছে দুদিন। এখনও উত্তপ্ত ভাটপাড়া। দুষ্কৃতীরা আটকে থানা নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমাবাজি, ইট ছোড়ে বলে অভিযোগ। সোমবারের পর মঙ্গলবার সকালেও কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে চলে বিক্ষোভ, ইতিমধ্যেই সিইও-র কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পুলিশ অবজার্ভার বিবেক দুবে।
ভাটপাড়ায় রাজ্যপালের পরিদর্শনের আবেদন জানালেন অর্জুন সিং। দাবি উঠেছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও।আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাকোনওরকমে ট্রেন থেকে নেমে তাঁরা পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যান , প্ল্যাটফর্মে আতঙ্কিত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও ট্রেন লক্ষ্য করে বোমাবাজির কথা অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ ।