West Bengal

জয় শ্রী রামে বিতর্ক : রক্তাক্ত বাংলা আবারও, গুলিতে জখম ১

গুড়াপে থানা লক্ষ্য করে ইটবৃষ্টি , পুলিসের গুলিতে আহত বিজেপি কর্মী

তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে মঙ্গলবার সন্ধ্যায় বাথানগড়িয়ার আসপাড়ায় ‘জয় শ্রী রাম’ বলা নিয়ে ।এক বিজেপি সমর্থক সংঘর্ষে গুরুতর জখম হন ।
বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হুগলির গুড়াপ পুলিসের গুলিতে বিজেপি কর্মীর আহত হওয়ার ঘটনায় । তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে ধনেখালি ফিডার রোড-সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে চলছে বিক্ষোভ সঙ্গে অভিযুক্ত পুলিস অফিসার ও ।টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ রাস্তার মাঝে ।পুলিসের গাড়ি ভাঙচুর করা হয় ।ইটবৃষ্টি থানা লক্ষ্য করে চলছে ।কাদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ।

পুলিসকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এরপরই গ্রামে ঢুকতে গেলে বাধা দে পুলিশ কে । গ্রামবাসীরা প্রশ্ন তোলেন কেন একজন নিরপরাধকে মারা হল । হাতাহাতি শুরু হয় পুলিসের সঙ্গে গ্রামবাসীদের । সেসময়ই গুলি চালায় পুলিস অভিযোগ গ্রামবাসীদের ।এক বিজেপির সমর্থকের বুকে গুলি লাগে নাম জয়চাঁদ মালিক।

গুলি চালানোর কথা মেনে নিয়েছে পুলিসও। পুলিসের অভিযোগ গন্ডগোলের সময় পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা। তখনই অসাবধানতায় গুলি চলে।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: