Entertainment

টলিউড নায়িকার বিয়ে তুরষ্ককের বোদরুমে

বিয়ের খুঁটিনাটি তথ্য নিয়ে আমরা হাজির

টলিউড নায়িকা নুসরাত জাহান ও নিখিল জাহানের  বিয়ে হতে চলেছে তুরস্কের বোদরুম শহরে। শহরটির প্রধান আকর্ষণ এখনকার  বোদরুম দূর্গ। এখানকার আধিবাসীদের প্রধান জিবিকা ছিল মৎস্যচাষ। এখন টুরিস্ট আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে এই শহর। যে হোটেলটিতে বিয়ে হতে চলেছে তাতে আছে সাতটি স্যুট এবং ১৫০ টি গেস্টরুম। হোটেলটির নিজস্ব বিচ এবং হেলিপ্যাড রয়েছে। হোটেলের  নিজস্ব স্পিড বোটের ও ব্যাবস্থা রয়েছে। এয়ারপোর্ট থেকে হোটেলে চলে এলে এটা একটা আলাদা জগৎ। এছাড়া ও রয়েছে জিমকর্নার , সুইমিং,বিলাস ব্যসনের যাবতীয় সম্ভার।

গতকাল ছিল ইয়ট পার্টি আজ মেহেন্দি ও সংগীত। বিয়ের দিন সকালে ও হলদি রয়েছে।বিয়ের পর রিসেপশন। এখানেই শেষ নোই। ২০ শে জুন হবে হোয়াট ওয়েডিং। দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি বিয়ে হবে তাদের।

বিয়েতে পরছেন  সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গা। নিখিল ও পরছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক। এক একটি অনুষ্ঠানের জন্য থিম অনুযাযী পোশাক বেছেছেন নায়িকা।

 ইয়ট পার্টিতে ছিল সামার ফাঙ্ক। নায়িকার মেহেন্দির থিম বোহেমিয়ান। সেখানে ও মানানসই ডিজাইন-এর  ওয়্যার। সংগীতের জন্য ইন্দো ওয়েস্টার্ন পোশাক বেছেছেন নুসরাত। বিয়ের পরে রাতের পার্টিতে নায়িকা আবার ফায়ার যাবেন ওয়েস্টার্ণ গ্ল্যামারাস পোশাকে।হোয়াইট ওয়েডিং-এর জন্য নুসরাত বেছেছেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস। বিয়ের দিন মেনুতে থাকছে স্থানীয় কুইজিন এবং ভারতীয় খাবার। শোনা যাচ্ছে ইউরোপের কোন ও এক জায়গায় মধুচন্দ্রিমায় যাচ্ছেন এই দম্পতি।      

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: