টসে হেরেও, ক্রিজে দুর্দান্ত ফর্মে রোহিত ও রাহুল।
হার মানতে নারাজ ভারতীয় দল, বিশাখাপত্তনম সিরিজে দ্বিতীয় দিনে প্রথম থেকেই ওয়েস্ট ইন্ডিজের উপর চাপ দিতে শুরু ভারতীয় দলের।
@ দেবশ্রী : সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আবারও টস জিতে ফিল্ডিংয়ের সির্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের। চিপকেও টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্যারিবিয়ানরা। আর আজকেও টসে হেরে প্রথম ব্যাটিংয়ে নাম ভারতীয় দল। তবে টসে হারলেও খেলার মাঠে দুর্দান্ত রোহিত শর্মা ও কে এল রাহুল।
ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ক্রমশ একটি বড় ইনিংসের ভিত গড়ছেন। প্রথম ১০ ওভারে উঠল ৫৫ রান। আর ৩৩ ওভারের পর রান এখন ছাড়িয়েছে ১৯৬, বিনা উইকেটে। দুই ওপেনারই জমে গিয়েছেন ক্রিজে। চেন্নাইয়ে প্রথম ১০ ওভারের মধ্যে দুই উইকেট পড়ে গিয়েছিল। রান উঠেছিল ৩৩। সেই তুলনায় এই ম্যাচে দুই ওপেনার স্বস্তি দিয়েছেন দলকে। যোগাচ্ছে জেতার সম্ভাবনা।
ভারতীয় দলে ঘটেছে একটিইপরিবর্তন। শিবম দুবের জায়গায় দলে এসেছেন পেসার শার্দুল ঠাকুর।বিরাট কোহালির মতে, জোরে বোলিংয়ে তীক্ষ্ণতা বাড়ানোর জন্য বাড়তি পেসারের প্রয়োজন ছিল দলে।ওয়েস্ট ইন্ডিজ দলে ঘটেছে দুটো পরিবর্তন। এসেছেন ইভিন লুইস ও খারি পিয়ের এসেছেন। বাদ পড়েছেন সুনীল অ্যামব্রিস ও হেডেন ওয়ালশ জুনিয়ার। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে খারি পিয়েরের।
চেন্নাইয়ে রবিবার আট উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার তাই কিয়েরন পোলার্ডের দলের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে, সিরিজে সমতা ফেরাতে জিততেই হবে বিরাট কোহালির দলকে।
চিপকে দেখা গিয়েছে ভারতীয় বোলিংয়ের দুর্বলতা। মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারেননি বোলাররা। ফলে দ্বিতীয় উইকেটে দুশোরও বেশি রানের জুটি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার ও শেই হোপ। ভারতের বোলাররা তো হতাশ করেই ছিলেন, ফিল্ডিংয়েও দেখা গিয়েছিল সমস্যা। ক্যাচ পড়েছিল হেটমায়ারের। গলেছিল বল, হয়েছিল মিসফিল্ড। আর সেই বিষয়টি নিশ্চিত ভাবেই চিন্তায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
তবে আজ বুধবারের এই খেলা শুরু থেকেই জমিয়ে রেখেছে দুই দুর্দান্ত ওপেনার। যা পুরো দলকে যোগাচ্ছে সাহস, দিচ্ছে স্বস্তির নিশ্বাস।