টাকার অভাবে গয়না বিক্রি করেই সংসার চালাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
বিপাকে পড়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নুপূর অলঙ্কার।
প্রেরণা দত্ত : আজ রাজা তো কাল ফকির, কিংবা আজ ফকির তো কাল রাজা,প্রচলিত এই কথাটি একবারেই মিথ্যে নয়।তারই একটি জ্বলন্ত উদাহরণ নূপুর অলংকার।অর্থনৈতিক দুরাবস্থায় পড়েছেন তিনি। তার অবস্থা এতোই করুণ যে, গায়ের গয়না বিক্রি করে সংসারের খরচ চালাতে হচ্ছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, তার অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ যাচ্ছে। ‘আগলে জনম মোহে বিটিয়া হি কিজো’ , ‘ঘর কি লক্ষ্মী বিটিয়া’ র মত শো এর এই জনপ্রিয় অভিনেত্রীর এই হাল হলো কী করে? এক ব্যাংকে টাকা জমা রেখে ফেঁসে গেছেন তিনি।
সম্প্রতি পাঞ্জাব-মহারাষ্ট্র সমবায় ব্যাংক ২৫ হাজার কোটি রুপি দুর্নীতির অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তারা বিপদে পড়েছেন। করতে পারছেন না কোন লেনদেন।তুলতে পারছেন না নিজের গচ্ছিত টাকাও। হাতে আগের মত কাজও এখন নেই নূপুরের। তাও ধার-দেনা, গয়না বিক্রি করেই চালাতে হচ্ছে সংসার।তিনি এও বলেছেন, তাঁর পরিচিত এক অভিনেতার কাছ থেকে তিনি ৩০০০ টাকা ধারও নেন। সরকারের তরফে জানানো হয়েছে, ওই ব্যাংক থেকে আপাতত ৬ মাস অন্তর ১০ হাজার টাকা করে তোলা যাবে। পরবর্তী সময়ে এই মাত্রা বাড়িয়ে ২৫,০০০ করা হবে।