টাকা বিলোচ্ছে বিজেপি : মমতা
রাতের অন্ধকারে , হেলিকাপ্টারে ,ভি আই পি গাড়িতে জেট নিরাপত্তা নিয়ে পৌঁছে যাচ্ছে টাকা সারা রাজ্যে ,অভিযোগ মমতার !
নিজস্ব প্রতিনিধি অশোকনগরঃ ” এত টাকা কোথা থেকে আসছে। হাওলার টাকা খরচ করা হচ্ছে। এধারকা মাল ওধার যাচ্ছে। গতকালও শুনলাম, বিজেপির এক প্রার্থীর গাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। জেড প্লাস নিরাপত্তা নিয়ে বিজেপি নেতারা বিলি করার জন্য টাকা নিয়ে ঘুরছেন”। শুক্রবার উত্তর ২৪ পরগনার অশোকনগর হরিপুর মাঠে নির্বাচনী জনসভায় বিজেপির বিরুদ্ধে এমন ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি আরও বললেন, ‘মোদির হেলিকপ্টারের কাছে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না। হেলিকপ্টার থেকে বাক্স নামছে। কী আছে ওই বাক্সে?’ নাম না করে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মমতার আক্রমণ, ‘যাদের দেখার কথা, তারা দেখছে না। টাকা নিয়ে বিজেপি নেতারা বিলি করছেন। রাতে দুষ্কৃতীদের নিয়ে মদ-মাংস খাওয়া হচ্ছে। নির্বাচনে বিপুল টাকা খরচ করা হচ্ছে। আপনারা রাত পাহারা দিন। ওদের টাকা বিলি বন্ধ করতে হবে।
এই অভিযোগ উঠেছিল গতবার কলকাতা পৌরসভা নির্বাচনে তৃণমূল এর বিপক্ষে। নির্বাচন কমিশন কে যোগাযোগ করলে ফোন ধরেন নি। খোঁজ রাখবে ওপিনিয়ন টাইমস এই টাকা বিলানোর ব্যাপারে।