টিম ইন্ডিয়া ক্যারিবিয়ানদের ১২৫ রানে হারিয়ে সেমি ফাইনালে : দেখেনিন ২৩ টি বিশেষ মুহূর্ত
কোহলি দ্রুততম ২০ হাজার রানের মালিক আন্তর্জাতিক মহলে ।
আবারো জয় টিম ইন্ডিয়ার । বিশ্বকাপে বিরাট ব্রিগেডের জয়ের ধারা অব্যাহত। টিম ইন্ডিয়া ম্যাঞ্চেস্টারে মহারণে ক্যারিবিয়ানদের ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে ফেলল ।
১) বিরাট, ধোনির হাফ সেঞ্চুরি
২) শামি-বুমরাহদের আগুনে পেসের সামনে কার্যত দিশেহারা দেখাল ওয়েস্ট ইন্ডিজকে
৩) বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল গেইলদের।
৪) বিরাট কোহলি ভারত অধিনায়ক ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এদিন টস জিতে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন
৫) ভারতের এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি
৬) ১৮ রানে আউট হন রোহিত শর্মা
৭) বিতর্ক থাকছে রোহিতের আউট নিয়ে
৮) রাহুল সেট হয়ে সাজঘরে ফিরে গেলেন ৬৪ বলে করেন ৪৮
৯)বিরাট কোহলি হাফ সেঞ্চুরি ৮২ বলে ৭২ রান করেন
১০) ওল্ড ট্র্যাফোর্ডে ৩৭ রান করতেই মাইলস্টোন স্পর্শ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটে
১১) এদিনও ব্যর্থ ভারতীয় মিডল অর্ডার।
১২) চার নম্বরে নেমে বিজয় শঙ্কর করেন ১৪ রান
১৩) কেদার যাদব করেন ৭ রান
১৪) হার্দিক পাণ্ডিয়া ৩৮ বলে ৪৬ রান করেন
১৫) ৫৬ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি
১৬) ভারত ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তোলে
১৭) ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ৩টি, কটরেল ও হোল্ডার ২টি করে উইকেট নেন
১৮) ২৬৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে
১৯) শামির আগুনে বোলিংয়ে প্যাভিলিয়নে ফিরে যান ক্রিস গেইল(৬)ও সাই হোপ(৫)
২০) পুরাণ ও অম্বরিস কিছুটা ক্রিজে থাকলেও উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা
২১) পুরাণ ২৮, হেটমায়ার ১৮, হোল্ডার ৬, ব্রেথওয়েট ১ পর পর ফিরে যান
২২) ১৪৩ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডি
২৩) মহম্মদ শামি ৪টি, চাহল এবং বুমরাহ ২টি করে উইকেট নেন