West Bengal
ট্যাংরা এলাকায় আতঙ্ক:ভর দুপুরে ভয়ানক বিস্ফোরণ কলকাতায়
বিকট আওয়াজ করে কেঁপে উঠলো ট্যাংরা এলাকা।
ট্যাংরা থানার সামনে ডিসি দে রোড ও গোবিন্দ খটিক রোডে বিকট আওয়াজ করে এলাকা কেঁপে ওঠে। ঘটনার পরেই আওয়াজ বা বিস্ফোরণের উৎস খুঁজতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিইএসসি। পুরসভার বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে যান।
তবে প্রাথমিক ভাবে দমকলের দাবি, রাস্তার তলা দিয়ে যাওয়া গ্যাসের পাইপে বিস্ফোরণের ফলে ঘটনা ঘটেছে। তবে মনে করা হচ্ছে, পুরসভার নিকাশী নালার মধ্যে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিভিন্ন জায়গায় রাস্তার উপর থাকা বিটুমিনের প্রলেপ উঠে গিয়েছে। কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছেন পুর ইঞ্জিনিয়ররা।