ডক্টরদের যৌথ মঞ্চের কর্মসূচি : নিন্দা প্রস্তাব গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির বিরুদ্ধে ,,,,,,,,,,
চিকিৎসকদের সংগঠনসমূহের যৌথ মঞ্চের আজকের জরুরী মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত: Association of Health Service Doctors, WB
এক) জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন থাকছে আমাদের। তাদের কাছে শুধু একটাই আবেদন, জরুরী বিভাগ চালু রাখা।
দুই) মুখ্যমন্ত্রীর স্ট্যান্ডের সর্বৈব বিরোধিতা করছি, ডাক্তারদের হুমকির তীব্র নিন্দা করছি।
তিন) আগামীকালকের কর্মসূচী – ‘পাশে আছি’। সকাল এগারোটা থেকে এনআরএস হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবস্থানে বসছি সব সিনিয়র ডাক্তাররা।
চার) আগামীকাল দুপুর সোওয়া একটায় রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান।
পাঁচ) আগামীকাল বিকাল পাঁচটায় এনআরএস হাসপাতাল থেকে চিকিৎসক, চিকিৎসাকর্মী ও গণতান্ত্রিক মানুষের মহামিছিল শুরু হবে।
শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত –

কোন আপস নয়
কোন মেডিক্যাল কলেজে একজন জুনিয়র ডাক্তারের গায়ে যদি একটি আঁচড়ও পরে, গুন্ডা বা পুলিশ যার দ্বারাই হোক, সারা রাজ্যের সরকারী বেসরকারী উভয় ক্ষেত্রে তৎক্ষনাৎ অনির্দিষ্ট কালের জন্য চিকিৎসক ধর্মঘট শুরু হবে এবং তার দায় বর্তাবে রাজ্য সরকারের উপর।