Culture
ডাউনমেমোরি লেন আজও বর্তমান , পলক্ষে ভেসে যায় কতশত স্মৃতি : সন্তোষপুর ত্রিকোণ পার্ক
কেন পুরনো পাতায়, পুরনো সেই কথায় যেন সবই অচেনা লাগে। তার স্মৃতিগুলো আজ কেন ভেসে যায় পুরনো মানুষগুলো আজ সরে যায়। সবই ভুলে যেতে চায় সময় তার কথাগুলো আজ, যেন ভেসে যায় ছায়া হয়ে আজ রয়ে যায়।
এবার সন্তোষ পুর ত্রিকোণ পার্ক প্রাক পুজো উপস্থাপনা বেশ শক্ত হাতে রেশ ধরেছে কলকাতা পুজোর বাজারে। যে থিম নিয়ে কাজ করছে সেটা একেবারে নতুন বলা যাবে না , তা সত্ত্বেও যে ভাবে উপস্থাপনা করার চিন্তা করছেন শিল্পী অসীম -স্বরবিতারা তাতে অনেকের কপালে ভাঁজ ফেলে দেবে বলা বাহুল্য। লোহা , কাঠ , টিন সঙ্গে কংক্রিটের শক্তভীতের ওপর দাঁড়িয়ে এই কাজ করছেন। প্রাথমিক ভাবে বলা যায় স্পেস নিয়ে ভালো বিভাজন করেছেন , আর প্রায় ৫০০০ স্কোয়ার ফুট ঘিরে কাজ চলছে। রাত দিন এক করে দিচ্ছেন শিল্পী অসীম থেকে পড়ার ৮ থেকে ৮০।
কলকাতা , দমদম ও বিধান নগরের পুজো উদ্যোগতারা যোগাযোগ করুন আমাদের সাথে , তুলে ধরবো আপনাদের কথা “বাড়ি থেকে বারোয়ারী ” http://www.opiniontimes.in ফেইসবুক পেজ https://www.facebook.com/pg/opiniontimes.in/