West Bengal
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতি হাতে নাতে ধরা পড়লো
গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর থানার পুলিশ তিন দুষ্কৃতীকে আটক করল। শালতীয়া থেকে বিশ্বজিৎ(বিশ্ব)(২৯), প্রসেনজিৎ(বাপি ) পাল (২৯), সুরজিৎ(সুর) কবিরাজ (৩০) কাল রাত ২টো নাগাদ । ৩টে পাইপ গান, ৩টে কার্তুজ, ১টি আয়রণ, ১টি রড-সহ নিমতলা রেল গেটের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়, তারপরে মছলন্দপুর থানার ওসি চিন্তমনী নস্কর সেখানে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়। আজকে এই তিনজনকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে তদন্তে গোবরডাঙ্গা থানার পুলিশ।