Life Style

ডিজ়াইনার গৌরব গুপ্তের নতুন ডিজ়াইনার স্টোর এবার কলকাতায়, জেনে নিন তাঁর পোশাকের অভিনবত্ব

সর্বত্রই গতানুগতিকতার বাইরে বেরিয়ে ছক ভেঙে চলতে পছন্দ করেন গৌরব। আর তার ঝলক ফুটে ওঠে তার তৈরী পোশাকেও।

তানিয়া চক্রবর্তী : ভাবনাচিন্তা হোক বা তার বহিঃপ্রকাশ, সব কিছুই তথাকথিত বেড়াজালের বাইরে বেরিয়ে এসে তিনি ফুটিয়ে তোলেন। তাঁর তৈরী পোশাকও এর ব্যতিক্রম নয়। তিনি হলেন খ্যাতনামা ডিজাইনার গৌরব গুপ্ত। দীপিকা পাডুকোন, শাহিদ কপূর, আয়ুষ্মান খুরানা, কর্ণ জোহর, অদিতি রাও হায়দরি, সারা আলি খান… বলিউডের প্রায় সব তারকাদের পোশাক তিনি বানিয়েছেন। প্রায় সব বয়েসের মানুষই তাঁর পোশাক পড়তে ভালোবাসেন। সম্প্রতি তাঁর পোশাকের স্বকীয়তা বাড়াতে কলকাতায় একটি ডিজ়াইনার স্টোর খুলেছেন গৌরব।

১৫ বছর ধরে পোশাক তৈরী করছেন তিনি। সুতরাং, কলকাতায় এতো দেরিতে স্টোর খোলার ব্যাপারে প্রশ্ন উঠে আসে।  এই প্রসঙ্গে তিনি জানান, ঠিক সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। আরও জানা যায়, কলকাতার মতো সংস্কৃতিমনস্ক শহরের স্টোর খোলার প্রবল ইচ্ছা ছিল গৌরবের। প্রকৃতি, শিল্প, নানা ধরনের আকার-আকৃতি তাঁকে কাজ করার প্রেরণা দে বলে জানিয়েছেন ডিজাইনার গৌরব। তাঁর মূল মন্ত্র অরিজিন্যালিটি বলেও জানিয়েছেন।

গৌরবের পোশাকে থাকবে করু, শ্যাম্পেন, নুড পিঙ্ক, স্যান্ড পিঙ্ক, ভায়োলেট, ব্ল্যাক বা মিডনাইট ব্লু – এই সব কালারের ছোঁয়া। তবে নান্দনিকতায় বিশ্বাসী গৌরবের কাছে সর্বকালীন রং লাল। যার ছোঁয়া গৌরবের সব পোশাকেই পাওয়া যায়। ব্লেজ়ার, গাউন কিংবা শাড়ি-লেহঙ্গায় ওয়েভের ছোঁয়া দিয়ে সেগুলোকে করে তোলেন অনন্য।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d