ডেঙ্গির ছোবলে গরীব গ্রাম বাসী মৃত দুই : নীরব প্রশাসন এবার হাবড়া
একের পর এক মৃত্যু হচ্ছে , গরিব মানুষ এর পেরে উঠছেনা সঠিক চিকিৎসা করাতে আর অচিরেই ঢোলে পড়ছে মৃত্যুর কোলে।কোটি কোটি টাকার প্রচার - রেডিও টিভি পাতা জোড়া কাগজে বিজ্ঞাপন , সবই ই রাজনৈতিক বিষয় মানুষ আছে সেই তিমিরে।
হাবড়ার এক গর্ভবতী গৃহবধূ আর অশোকনগর গুমা এলাকার এক বৃদ্ধের ডেঙ্গুতে মৃত্যু ঘিরে ফের ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়লো। কয়েকবছর আগেই ডেঙ্গু মহামারীর আকার ধারণ করে হাবড়া অশোকনগর দেগঙ্গা জুড়ে। গতবছর প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে ছিল ডেঙ্গু। কিন্তু এবার শুরুতেই দুটি মৃত্য ঘিরে শুরু হয়েছে আতঙ্ক। শুরু হয়েছে একে অন্যকে দোষারোপ এর পালা। হাবড়া হাসপাতালে গতকাল মৃত্য হয় বছর একুশের গর্ভবতী পূজা দেবনাথ দাসের। তিনি ৯ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর পরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে উত্তাল হয়ে ওঠে হাবড়া হাসপাতাল। হাবড়া রেল কলোনিতে থাকতেন তিনি। আসল বাড়ি হাটথুবা। অন্যদিকে গুমা কালীনগর এলাকায় অচিন্ত্য সাহা ৬১ কয়েকদিন জ্বরে ভুগে গতকাল মারা যান। তার ডেথ সার্টিফিকেট ডেঙ্গু কথা লেখা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ গুমা ১ পঞ্চায়েত সেভাবে উদ্দিগ নেয় না। মশার উপদ্রব টেকা যায় না।