ডেনমার্ক ওপেনের ঠিক এক সপ্তাহ আগে ভিসা সমস্যায় সাইনা নেহওয়াল
অলিম্পিকে পদক জয়ী ভারতীয় শার্টলার সমস্যার সমাধান চাইতে গেলেন বিদেশমন্ত্রকের কাছে।
তানিয়া চক্রবর্তী : ডেনমার্ক ওপেনের এক সপ্তাহ আগে ভিসা সমস্যায় পড়লেন সাইনা নেহওয়াল৷ এই অবস্থায় তিনি সাহায্য চাইলেন বিদেশমন্ত্রকের কাছে। একই সমস্যায় পড়েছেন কিদাম্বী শ্রীকান্তও। সুতরাং ডেনমার্ক ওপেনে এই দুই তারকা খেলোয়াড়কে মাঠে দেখতে পাওয়া নিয়ে প্রশ্ন থেকে গেছে।
ডেনমার্ক ওপেনে বিডব্লিউএফ সুপার ৭৫০ টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৫ই অক্টোবর এবং চলবে ২০শে অক্টোবর পর্যন্ত। কিন্তু এখনও পর্যন্ত ভিসা হাতে না-পাওয়ায় বিদেশ মন্ত্রকের দ্বারস্থ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় ব্যাটসমিন্টন তারকা৷ বিদেশমন্ত্রী এস জয়শংকরকে টুইট করে তাঁর সমস্যার সমাধান চান সাইনা। টুইটারে তিনি লেখেন, ‘ভিসা নিয়ে আমার জরুরি আবেদন রয়েছে৷ ডেনমার্কে ভিসার জন্য আমার ট্রেনার ও আমি আবেদন করেছি৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর পাইনি৷ কিন্তু টুর্নামেন্ট শুরু হবে আগামী সপ্তাহে৷ আমাদের প্রথম ম্যাচ পরের সপ্তাহের মঙ্গলবার৷’আরও জানা যায়, গত বছর এই টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন সাইনা৷
সূত্রের খবর, ডেনমার্কে ভিসা অনুমোদনের নতুন নিয়মের ফাঁদে আটকে রয়েছে সাইনাদের ভিসা৷ নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে৷ আরও জানা যায়, সাইনার ভিসার জন্য ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা ডেনমার্ক দূতাবাসে ৩০শে সেপ্টেম্বর ভিসার জন্য আবেদন পাঠিয়েছিলেন৷ কিন্তু এখনও পর্যন্ত ভিসার কোনো হদিশ নেই।