West Bengal
ডেপুটেশন দিতে এসে পৌরপ্রধান না থাকায় পৌরসভার সামনে অবস্থান-বিক্ষোভ
ডেপুটেশন দিতে এসে পৌরপ্রধান না থাকায় পৌরসভার সামনে তারা অবস্থান-বিক্ষোভ করে। যতক্ষণ না পৌর প্রধান আসছে ততক্ষণ তারা পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করবে।
তাদের দুই দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন জমা দিলো সিপিআইএম। তাদের দাবি অবিলম্বে তিন কোটি টাকা ফেরত দিতে হবে।আর কাটমানির টাকা ফেরত দিতে হবে। ২০১৬ অডিট করে জানতে পারে দু কোটি 90 লক্ষ টাকা তসরুপ ধরা পড়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভা থেকে। তাদের মধ্যে পাঁচ জন জেল খেটেছেন। পৌর প্রধান বলেন আইনি পদ্ধতিতে টাকা আনার চেষ্টা করা হচ্ছে। পৌর প্রধান প্রবোধ সরকার বলেন কাট মানে নিয়ে যে কথা বলেছে সেটা ভিত্তিহীন ওদের জিজ্ঞেস করতেই ওরা খালি তিন কোটি টাকার ব্যাপার বলেই বেরিয়ে যায়। যদি কাঠ মানে নিয়ে থাকে তাহলে আমাদের বলুক উপযুক্ত ব্যবস্থা নেব।