Culture

” তব চরণ তলে ” লোভের গতিতে হারিয়ে যাচ্ছে মানুষ : এই ভাবনা এবার নিয়ে হাজির কেষ্টপুর মাস্টার দা স্মৃতি সংঘ

প্রতিনিয়ত দুর্নীতিতে কেড়ে নিচ্ছে অন্যের মুখের গ্রাস , লোভ আর কামনাই তৈরি করছে হিংসার প্রকোপ। আর সব শেষে এক সময় এসে মাথা নোয়াতে হয় নিজের বিবেকের কাছে , নিষ্কৃতির পথ মায়ের চরণ তলে। এই ভাবনা নিয়ে মাস্টার দা স্মৃতি সংঘের উপস্থাপনা।

তব চরণ তলে সদা রাখিয়ো মোরে;
দীনবন্ধু করুণা সিন্ধু, শান্তি-সুধা দিয়ো চিত্ত-চকোরে।।
কাঁদিছে চিত ‘নাথ নাথ’ বলি
সংসার কান্তারে সুপথ ভুলি;
তোমার অভয় শরণ আজি মাগি-দেখাও পথ অন্ধ তিমিরে।।
মন্দ ভালো মম সব তুমি নিয়ো,
দুঃখী জন-হিত সাধিতে দিয়ো,
হে নারায়ণ, দীনরুপে আসিয়ো, বাঁধিয়ো সবে মম প্রেম ডোরে।

এই ভাবনা নিয়ে এবারে মাস্টার দা স্মৃতি সংঘ প্রস্তুতি বেশ বড়সড় আকারে। শিল্পী মানস রাতদিন এক করে কাজ করছে , বেশ অনেক টা জায়গা জুড়ে ইনস্টলেশন করছেন। আশে পাশের নাম করা বেশ কিছু ক্লাব যাদের ঝুলিতে ইতিমধ্যে অনেক বড় পুরস্কার। ফলে চাপের সৃষ্টি হয়েছে কর্মকর্তাদের মধ্যে। ৮ থেকে ৮০ সম্পূর্ণ ভাবে নেমে পড়েছে পুজোতে কলকাতায় দাগ কাটতে। পাড়ার মহিলা ব্রিগেটের সাথে বৈঠকি আড্ডাতে নজর করলো সংঘঠক দের উপস্থাপনা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: