Health
তান্ডবের আতঙ্ক মালদা জেলা হাসপাতাল : চলছে জোরদার আন্দোলন
রোগীর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে তুলকানাম কান্ড হাসপাতাল জুড়ে, আক্রান্ত ডাক্তার।
রোগীর আত্মাীয়দের তান্ডব রুখতে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে । রাজ্যে সরকারি হাসপাতালে ডাক্তারদের অবরোধের জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভুক্তভোগী হতে হছে, এই গরমে নাজেহাল রোগীদের।
জুনিয়র ডাক্তারদের প্রশ্ন তাদের জীবনের দায় কে নেবে ? NRS ডাক্তারদের আন্দোলনের দাবি এই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মবিরতি ডাক্তার দাবি একই ভাবে মানতে হবে মুখ্যমন্ত্রীকে।
পশ্চিমবঙ্গের ডাক্তারদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন চলছে, তার সমর্থনেই প্রতিবাদ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারদের এনআরএস কাণ্ডের প্রতিবাদে শনিবার অবস্থান চলবে।