Entertainment
তালিমঘর – শিল্প তৈরির আঁতুরঘর
শিল্পী সার্থক সেনের সঙ্গে খোলামেলা আড্ডায় ওপিনিয়ন টাইমস-এর ইনপুট এডিটর রাহুল গুপ্ত।
চন্দননগরে গড়ে উঠেছে অত্যাধুনিক যন্ত্রসহযোগে অডিও রেকর্ডিং এবং ভিডিও ষ্টুডিও তালিমঘর। আগামী দিনে নতুন শিল্পীর সন্ধানে থাকছে তালিমঘর সঙ্গে কলাসংস্কৃতি। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ওপিনিয়ন টাইমস।