তীর্থ করে বাড়ি ফেরার পথে যাত্রী বোঝাই বাস উল্টে আহত প্রায় ৫০ জন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নাগর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, চলতি মাসের ১৫ তারিখে শিলিগুড়ি এলাকার বিভিন্ন এলাকা থেকে পুরুষ,মহিলা ও শিশুসহ প্রায় ৬০ জন একটি বাস রিজার্ভ করে রামকেলির মেলায় গিয়েছিল। তিন দিন মেলা ঘুরে এদিন রামকেলি মেলা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। বাসটি রায়গঞ্জ থানার নাগর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কমবেশি প্রায় ৫০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বাসের আহত যাত্রী জানিয়েছেন, রায়গঞ্জের নাগর এলাকায় বাসটি পৌঁছানো মাত্র বিকট আওয়াজ হয় এবং বাসটি উল্টে যায়। বাসের অধিকাংশ যাত্রী কমবেশি আহত হয়। ঘটনার পর বাসের চালক ও খালাসি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।