Entertainment

“তুফান” -এর শুটিংয়ে আহত হলেন অভিনেতা ফারহান আখতার

ইনস্টাগ্রামে এক্স-রে-এর ছবি শেয়ার করেন অভিনেতা

তানিয়া চক্রবর্তী : সম্প্রতি জানা গেছে, ফারহান আখতার তাঁর পরবর্তী ছবি “তুফান” -এর শুটিং নিয়ে ব্যস্ত। এই সময়ই জানা যায়, শুটিংয়ের সময় আহত হয়েছেন অভিনেতা। রবিবার নিজের ইনস্টাগ্রামে এক্স-রে -এর ছবি শেয়ার করে ফারহান। ক্যাপশন দেন, “প্রথম বার বক্সিং করতে গিয়ে আহত হলাম। হাতের হ্যামেট বোনে হেয়ার লাইন ফ্র্যাকচার দেখা গিয়েছে।”

ছবিতে ফারহানের চরিত্রটি একজন বক্সারের। ছবিতে নিজের চরিত্রটিকে ঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমের অন্ত রাখছেন না অভিনেতা। নিয়ম মেনে চলছে বক্সিংয়ের পাঠও। আর সেখান থেকেই কোনোভাবে ঘটেছে ওই বিপত্তি।

“তুফান” ছবিটি পরিচালনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহেতা। ছবিতে ফারহান আখতার ছাড়াও পরেশ রাওয়াল, ঋষি কাপুর, রাজপাল ইয়াদবের মতো অভিনেতাদের দেখা যাবে। ছবিটি ২০২০ সালে মুক্তি পেতে চলেছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: