তৃণমূলী খাপ পঞ্চায়েতির হুমকি , হবে না উন্নয়ন ভোট না পেলে !
ভোটের বিচার হাতে নাতে , ভোট কেন কম হল জবাব দিন ভোটারা : সৌজন্যে তৃণমূল
ভোটে পিছিয়ে পড়ায় খেসারত দিতে হল বারাসতের কদম্বগাছির বাসিন্দাদের , রাস্তায় ইট তুলে ফেলল তৃণমূল রাতে। শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তা থেকে ইট তুলে ফেলে বলে অভিযোগ। স্থানীয়রা বাসিন্দারা বলেন , ওই এলাকায় ১,৭০০ মিটার কাচা রাস্তা পাকা করার কাজ চলছিল। সেখানে পাতা হয়েছিল ইট।।ভোটে লিড না পাওয়ায় ইট তুলে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা বারাসতের কদম্বগাছি পঞ্চায়েতের শ্যাওড়াতলায় ঘটেছে |
বাসিন্দারা লোকাল থানায় এই অভিযোগ জানিয়েছে যে , ওই এলাকায় ১,৭০০ মিটার কাচা রাস্তা পাকা করার কাজ চলছিল। সেখানে পাতা হয়েছিল ইট। শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তা থেকে ইট তুলে ফেলে বলে অভিযোগ। সঙ্গে তারা গালিগালাজ করে হুমকি দেন, বলেও অভিযোগ। বাসিন্দাদের চাপে পরে ১০০ দিনের কাজের লোক এসে রাস্তা মেরামতি করে । স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, সিপিআই এম ও বিজেপির অভিযোগ ভিত্তিহীন। উন্নয়নে তৃণমূল কখনো বাধা দেয় না। বস্তুত বিজেপি ওই এলাকায় বেশি ভোট পেয়েছে। তাই তৃণমূলকে বদনাম করতে এই কাজ করেছে বিজেপিই, পাল্টা অভিযোগ |