তৃণমূলের-বিজেপির গুলির লড়াই আসানসোল : উত্তপ্ত জেলা , পুলিশ নীরব
শান্তির জন্য রাজ্যপালের বৈঠকের ডাক : অন্য দিকে আসানসোলে চললো গুলি
তৃণমূলের-বিজেপির গুলির লড়াই আসানসোল : উত্তপ্ত জেলা , পুলিশ নীরব
আজ আসানসোলের পাণ্ডবেশ্বর বিধানসভার ফরিদপুর ব্লকের ধমনী গ্রামে বিজেপির বিজয় মিছিল কে কেন্দ্র করে ধুন্ধুমার, চলে গুলিও.
সূত্রের খবর অনুযায়ী আজ পাণ্ডবেশ্বর বিধানসভায় ফরিদপুর ব্লকের ধমনী গ্রামে বিজেপির বিজয় মিছিল কে কেন্দ্র করে তৃণমূল দুষ্কৃতীরা পুলিশের সামনে গুলি চালায় বিজেপি কর্মী সমর্থকদের ওপরে,পাল্টা আক্রমণ হতেই পারে রাত্রে আশঙ্খা করছে গ্রামবাসী
গুলি চলে ব্লক সভাপতি সুজিত মুখার্জি নেতৃত্বে এবং গুলি চালায় শেখ জব্বর।গুলির আঘাতে গুরুতর জখম হন কাজল হাজরা ও মাধব বাগদি। এছাড়াও মাথায় রড দিয়ে আঘাত করা হয় বিনোদ টুডু নামে এক বিজেপি কর্মীকে মাথা ফেটে ১৪ খানা স্টিচ হয় ।উত্তেজিত গ্রামবাসী আগুন ধরিয়ে দে দুস্কৃতির বাইকে। পুলিশের সামনে গুলি চলছে আর পুলিশ ভয়ে পালাচ্ছে , বলছেন স্থানীয় মানুষ।