Health
তৃণমূলের রাজনৈতিক চাপে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি তুলে নিলো জুনিয়র ডাক্তাররা
বসতে পারে আবারো , চলছে কলকাতার সাথে কথা
আজ সন্ধ্যায় জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জেলা সহ সভাপতি অশোক দাস এর নেতৃত্বে এক প্রতিনিধি দল গিয়ে অনুরোধ করে ও সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়ায় শুরু হয় চিকিৎসা পরিষেবা , নামে সহযোগিতা কিন্তু বাস্তবে হুমকি চলছিল তৃণমূল পরিচালিত কর্মপরিষদের মাধ্যমে , মূলত হোস্টেলে গিয়ে কিছু মানুষ হুমকি দেয় যে অবস্থান না তুললে বিপদ আছে। এরপর জেলা তৃণমূলের পক্ষে রফা করতে আসেন বলে অভিযোগ। অবস্থান আপাতত তুলে নিলেও ডক্টরদের মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে যায় এই সিদ্ধান্ত নিয়ে। এক দল এটা মেনে নিতে পারেন নি। কাল হয়তো আবারো শুরু হতে পারে জোরদার আন্দোলন।