দমদম পার্ক যুবক বৃন্দের এবারের থিম : জল ধরো জল ভরো
জল সঙ্কট আগামীর বিপদ, আর এই বিপদে সকলেই চিন্তিত। তাই দমদম পার্ক যুবক বৃন্দ এবারে পুজোর মাঠকেই বেছে নিয়েছেন আগামীর বিপদ রোধে চেতনা বৃদ্ধির ক্ষেত্র !
পুজোর মণ্ডপ হোক না সামাজিক চেতনা বৃদ্ধির মাধ্যম ক্ষতি কি।দমদম পার্ক যুবক বৃন্দ এর ৫৩ বছরের নিবেদন “জল ধরো জল ভরো ” . এই অভিযানের মূল উদ্দেশ্য জলের যথাযথ সংরক্ষণ করা। পুজো মণ্ডপ ঘিরে জল সংরক্ষণের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। খুব পরিষ্কার করে সংঘটক রানা সেনগুপ্ত না জানালেও ইঙ্গিতে বোঝালেন। এই পূজা মণ্ডপে হয়তো তৈরি হবে বৃষ্টির জল সংরক্ষণ থেকে জলের অপচয় রোধ , আর অপেক্ষার ৩৪ দিন তার পরেই পরিষ্কার হবে দমদম পার্ক যুবক বৃন্দে হচ্ছে টা কি ?
পিনিয়ন টাইমস পুজোর থিম থেকে পুজোর টুকি টাকি , সব কিছুই আলোচনা করলো খোলা মনে পুজো মণ্ডপে । দমদম পার্ক যুবক বৃন্দের প্রমীলা বাহিনী বেশ সক্রিয় , রান্না ঘরের সামাল দিয়ে পুজোর অনেক দায়িত্ব কাঁধে তুলে নিতে পিছপা নয় কেওই।সব মিলিয়ে জমে উঠেছিল প্রাক পুজোর আড্ডা ” বাড়ি থেকে বারোয়ারী “।
বাড়ী থেকে বারোয়ারী লাইভ আজকে দমদম পার্ক যুবক বৃন্দ থেকে , শুধু মাত্র ৩৪ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । আর এই নিয়ে জমজমাট আড্ডা। নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in