West Bengal
দলবদল , সিপিএম সাংসদের
সিপিএম ছেড়ে তৃণমূলে যেতে পারেন , বাংলার সোনার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার।
দল বদলালেন সিপিএমের প্রাক্তন সাংসদ , জ্যোতির্ময়ী শিকদার। ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়াডে জোড়া সোনা জেতার পর ২০০৪ সালে সিপিএম প্রার্থী হিসেবে দাঁড়ান এবং সত্যব্রত মুখোপাধ্যায় কে হারিয়ে প্রার্থী হন। ২০১১ সালেও তিনি বামেদের হয়ে অনেক কথা বলেছিলেন। অবশেষে আজ নিউটাউনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি তৃণমূলে যোগদান করবেন বলে জানা গেছে। শোনা যাচ্ছে কয়েক বছর ধরেই তৃণমূলের সঙ্গে ভালো সম্পর্ক তৈরী হয়েছিল তাঁর।