Photogenic
দশভূজা দুর্গা কিসের প্রতীক?
দেবী আসলে নারীশক্তির প্রতীক। দশ হাতে আটটি অস্ত্র নিয়ে একাই মহিষাসুরের মতো অশুভ শক্তিকে পরাস্ত করেন।।দশটি হাত আসলে দশটি দিকের প্রতীক। তিনি দশ দিকের যে কোনও দিক দিয়েই আমাদের যে কোনও অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে থাকেন।
পাড়ায় পাড়ায় দূর্গা কথা ,শুধু মাত্র ১৯ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in
আমাদের সাথে কথা বলুন :৮০১৭৪০২৪৩৯