দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বলিউডের বিগ বি
ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সন্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে চলেছেন অমিতাভ বচ্চন। টুইটার মারফত জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
তানিয়া চক্রবর্তী : “ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা” বলা হয় দাদাসাহেব ফালকে – কে। তার নামেই ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সন্মান। এই দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে চলেছেন অমিতাভ বচ্চন। ভারতীয় বিনোদন জগতে তার অবদানের শেষ নেই. এই অবদানের জেরেই তিনি পাচ্ছেন এই সন্মান, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি নিজের টুইটারে জানিয়েছেন, দুই প্রজন্ম ধরে বিনোদন জগতে তিনি যে অবদান দিয়েছেন তার মান রাখতে পেরে সমগ্র দেশবাসীও খুশী। অমিতাভ বচ্চন এই আওয়ার্ডটি ছাড়াও আরও অনেক অ্যাওয়ার্ড পান, তাদের মধ্যে ১৯৮৪ সালে পদ্মশ্রী, ২০০১ সালে পন্মভূষণ এবং ২০১৫ সালে পদ্মবিভূষণ বিশেষ উল্লেখযোগ্য।
ভারতীয় চলচ্চিত্রে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড এখনও পর্যন্ত ৪৯ জনকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই তালিকায় নাম রয়েছে, পৃথ্বীরাজ কাপুর, বিনোদ খান্না, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রাণ, গুলজার প্রমুখ শিল্পীদের। ২০০৭ সালে সঙ্গীত শিল্পী মান্না দেও পান এই অ্যাওয়ার্ড। ২০০৫ সালে শ্যাম বেনেগাল এবং ২০১৪ সালে শশী কাপুরও পেয়েছেন এই অ্যাওয়ার্ড। এই বার এই তালিকায় নিজের জায়গা করে নিলেন অমিতাভ বচ্চনও।