West Bengal
দিদির কাটমানির নিদানে চোরা স্রোত বইছে : জেলা তৃণমূলের বিক্ষোভ মন্ত্রীর কাছের নেতার বিরুদ্ধে !
তৃণমূল লড়ছে তৃণমূলের বিরুদ্ধে , মমতার' কাটমানির আগুনে জ্বলছে জেলা। নবান্নে ত্রাহিত্রাহি রব
বিধানসভায় যখন কাটমানি ইসুতে তুমুল বিতর্ক তখন , মার্শাল এসে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে মার্শাল দিয়ে বার করে দিচ্ছে তখন। তখন ঠিক উল্টো ছবি তৃণমূল তৃণমূল তারা করছে কাটমানিতে। গোবরডাঙ্গা তৃনমূল নেতা শংকর দত্তের নামে কাটমানি নিয়ে অভিযোগ ওটে গত দুই দিন আগে তারপ্রতিবাদে আজ কয়েক হাজার তৃনমূল কর্মীদের একটি মিছিল নিয়ে গোবরডাঙ্গা থানার সামনে জমায়েত হয় এরপরে গোবারডাঙ্গা থানায় ডেপুটেশন দেয় ৫জন প্রতিনিধি দল।