দুই দাঙ্গা বাজ দলের বিরুদ্ধেই লড়াই চলবে : ভাটপাড়ায় সিপিআইএম
দাঙ্গা থামাতে রাজ্য সিপিআইএম রাস্তায় : উত্তর ২৪ পরগনায় জেলাশাসকের সাথে দেখা করলেন
সুজন চক্রবর্তী , সিটু রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী , মানস মুখার্জি , তন্ময় ভট্টাচার্যী সহ লোকসভার দুই প্রার্থী নেপানদেব ও গার্গী চক্রবর্তী -সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পলাশ দাস দেখা করলেন জেলা শাসকের সাথে ,গত কয়েক দিন ধরে উত্তপ্ত কাঁকিনাড়া-ভাটপাড়া সহ পার্শবর্তী অঞ্চলের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। রাজ্য সিপিআইএমের পক্ষে জেলাশাসক কে প্রস্তাব দেওয়া হয় বলে জানালেন সিটু রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী
প্রস্তাব ১) দ্রুত মিলিটারি নামানো ও শান্ত ফেরানো
প্রস্তাব ২) উভয় পক্ষের অভিযুক্ত দের গ্রেফতার করতে হবে অবিলম্বে , রিয়াদ করা চলবে না কোন দলকে।
প্রস্তাব ৩) আপাতত রাস্তায় কার্ফু জারি করতে হবে
প্রস্তাব ৪) যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতি পূরণ দিতে হবে
প্রস্তাব ৫) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেন জেলা শাসক নিজে তদারকি করেন।
আজ সুজন চক্রবর্তীর নেতৃত্বে সপারিষদ জেলাশাসকের সাথে যখন দেখা করেন , তার কিছু দূরে তখনও উত্তপ্ত অঞ্চল ছেড়ে মানুষ ভয়ে অন্যত্র চলে যাবার কথা ভাবছেন, তখন দোকান পাঠ প্রায় বন্ধ বললেই চলে। মদন মিত্র ও অর্জুনের দাঙ্গা , ধর্মীয় দাঙ্গাতে না পরিণত হয় তার ব্যাপারে দায়িত্ব নিয়ে সিপিআইএম রাস্তায় থাকবে এই কথা সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন। বলাবাহুল্য ভোটে জেতা- হারার কি হবে তা না দেখে সিপিআইএম নেতৃত্ব নির্বাচন কমিশন কেও জানিয়েছেন উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য।দোষীরা শাস্তি পাক ও সাধারণ জনজীবন ফিরুক উত্তপ্ত অঞ্চলে।