Photogenic
দুর্গার নটি রূপ কি কি ?
"যুব কল্যাণ শারদ সম্মান ২০১৯" প্রতিযোগিতায় নাম দেবার শেষ তারিখ ২২শে সেপ্টেম্বর ২০১৯ সন্ধে ৬টা পর্যন্ত
শৈলকন্যা বা হিমালয়ের কন্যা হিসেবে দেবী সাহস, শক্তি ও ধৈর্য্য-র প্রতীক।
ব্রহ্মচারিণী হিসেবে দেবী কুমারী ব্রত নিয়ে জীবনের স্বরুপ বোঝার চেষ্টা করেন।
চন্দ্রঘন্টা হল দেবীর তৃতীয় রূপ। দেবী অর্ধচন্দ্রকে মালার মতো নিজের গলায় ধারণ করেন।
কুস্মন্ড রূপে দেবী বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টিকর্তা হিসেবে প্রকাশিত হন।
স্কন্দমাতা হিসেবে দেবী স্কন্দ ও কার্ত্তিকের মা হিসেবে আবির্ভূতা হন।
কাত্যায়নী রূপে দেবী ঋষি কাত্যায়নের কন্যা হিসেবে প্রকাশিত হন।
দেবীর কালরাত্রি রূপ হল রাতের মতোই কালো।
মহাগৌরি হিসেবে দেবী মহাদেবের স্ত্রী হিসবে প্রকাশিত।
সিদ্ধিদাত্রী হিসেবে দেবী পরিপূর্ণতা ও জ্ঞানের প্রতীক।