Big Story

দুর্ঘটনার কবলে পূর্বা এক্সপ্রেস

কানপুরের রুমাগ্রামের কাছে , দুর্ঘটনা পূর্বা এক্সপ্রেসের

শুক্রবার রাত প্রায় ১টায়  কানপুরের রুমাগ্রামের  কাছে দূর্ঘটনা  ঘটে হাওড়া থেকে  নয়া দিল্লিগামী পূর্বা এক্সপ্রেসের ,রেলের পক্ষ থেকে এডিজি স্মিতা জানিয়েছেন ট্রেন লাইন থেকে ১২ টি বগি বাইরে বেরিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ,শুধু তাই নয় এছাড়াও  ৪টি বগি  উল্টেও  গেছে, তবে  এই ঘটনায় ১৩ জন আহত হলেও ,কেউ নিহত হয় নি। যে  ১৩ জন আহত হয়েছে তারমধ্যে ৬জন রেলকর্মী ,স্মিতা আরো বলেছেন যে ইতিমধ্যেই রিলিফ ট্রেন ও মেডিক্যল ইউনিট ওখানে পৌঁছেছে। যাত্রীদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য ও কানপুর  সেন্ট্রাল স্টেশনে নিয়ে যাওয়ার জন্য বাস ও বিশেষ ট্রেনের ব্যাবস্থাও ইতিমধ্যে  করা হয়েছে।উদ্ধারকাজ এখনো চলছে এমনটাই জানিয়েছেন কানপুরের জেলাশাসক বিজয় পন্থ।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: