Sports Opinion

দুর্ঘটনায় গুরুতর আহত ভক্তের চিকিৎসার দায়িত্ব নিলেন হার্দিক নিজেই

ভক্তের চিকিৎসার জন্য নিজের সঞ্চিত অর্থ দিলেন হার্দিক পান্ডেয়া

শীর্ষা সেন : কোয়েম্বাটুরের মুগুনখান আরো এক ক্রিকেটপ্রেমী।  ইনি যে কেউ নন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার   হার্দিক পান্ডেয়ার  ‘মেগাফ্যান’ । ভারতীয় ক্রিকেটের অন্যতম সত্তা সচিন রমেশ তেন্ডুলকারের সুপারফ্যান সুধীর গৌতম একজন উৎকৃষ্ট উদাহরণ হলেও এ তালিকায় নতুন সংযোজন মুগুনখান।

সম্প্রতি ধর্মশালায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে যাওয়ার সময়ে দুর্ঘটনায় আহত হন হার্দিকের এই ফ্যান। ওই এলাকার সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর ২১ সেপ্টেম্বর  তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বিপদ এখনও কাটেনি পরবর্তী কালে করতে হতে পারে অস্ত্রোপ্রচার। সব শুনে চুপ রইলেন না হার্দিকও।  তাঁর  ফ্যানের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবেন হার্দিক পান্ডেয়া।

প্রসঙ্গত , কোয়েম্বাটুর বাসিন্দা  মুগুনখান সম্প্রতি সড়ক পথে ৩,০০০ কিমি পথ পাড়ি দিয়ে ছিলেন শুধুমাত্র ভারত – দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি – ২০ ম্যাচ  দেখতে। কিন্তু মাঝপথে জব্বলপুরে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। প্রাথমিক ভাবে তাকে কাছের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  জব্বলপুরের মেট্রো হাসপাতালে চিকিৎসাধীন  ছিলেন তিনি। চিকিৎসার সব খরচ তিনি বহন করার সিদ্ধান্ত নিলেও রেলপথ ছেড়ে সড়কপথে ৩০০০ কি. মি পারি দেবার  মুগুনখান-এর এই বিষয়টি ভালোভাবে নিতে পারেননি  তিনি।

মুগুনখান হার্দিকের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধার পরিচয় দিয়েছেন অনেকবারই। তার মধ্যে তাঁর  শরীরের ১৬টি ট্যাটু ও বিভিন্ন সময়ে হার্দিকের সাথে পাল্লা  দিয়ে তাঁর বিভিন্ন হেয়ার স্টাইলে দেখা দিয়ে থাকেন  মুগুনখান।

হাসপাতাল থেকে পর আপাতত তিনি শয্যাশায়ী। তাঁর  প্রিয় ক্রিকেটারের এবারের কার্যকলাপ বিছানায় শুয়েই উপভোগ করবেন তিনি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: