West Bengal

দুর্ঘটনা হলেই প্রতিশ্রুতি মেলে , গালভরা আশ্বাসে দিয়ে খেন্ত থাকেন সরকার

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম মেদিনীপুর :- জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের কেশিয়াড়ী থানার কলাবনী এলাকায় । আহত শ্যামল গায়েন ও আরতি গায়েনকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের মধ্যে মা আরতি গায়েন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনায় জানা গেছে মা ও ছেলে বাইকে করে সাতসকালে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় ওড়িশাগামী একটি লরি পেছন থেকে বাইকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। দুজনের বাড়ি দাঁতনের উত্তররায়বাড় গ্রামে । ঘটনার পর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় পরে কেশিয়াড়ী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: