West Bengal

প্রধানমন্ত্রীর সভা বাতিল , দুর্যোগে রাজনীতি নয় :কৈলাশ

রাজ্যের পাশে থাকবে কেন্দ্র সরকার, বললেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ,

প্রধানমন্ত্রীর সভা বাতিল  করা হয়েছে ফণির জন্য, সভা ছিল  আগামী রবিবার তমলুক ও ঝাড়গ্রামে। পিছিয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের সভাও, সোমবারের বদলে মঙ্গলবার। আপাতত ভোট প্রচার বন্ধ , ফোনে ফোনে অফিস বসে যা করার করতে হবে বললেন কৈলাশ। খোঁজ রাখবো, নজর রাখবো দরকারে পাশে থাকবো সরকারের।
ফণীর প্রভাবে শুরু হল বৃষ্টি ঝাড়খণ্ড ও বিহারে,   ৩ মে মধ্য রাতে অথবা ৪ তারিখ ভোরে ফণী এ রাজ্যে প্রবল বেগে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে .  খাবার সরবরাহের জন্য খোলা হয়েছে ৫০০০ গণ রান্নাঘর। ত্রিপল, শুকনো খাবার মজুত রাখা হয়েছে শিবিরে
ভুবনেশ্বরের দশ কিমি পূর্বে, কটকের ৩০ কিমি দক্ষিণে রয়েছে ফণী.

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: