West Bengal
প্রধানমন্ত্রীর সভা বাতিল , দুর্যোগে রাজনীতি নয় :কৈলাশ
রাজ্যের পাশে থাকবে কেন্দ্র সরকার, বললেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ,
প্রধানমন্ত্রীর সভা বাতিল করা হয়েছে ফণির জন্য, সভা ছিল আগামী রবিবার তমলুক ও ঝাড়গ্রামে। পিছিয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের সভাও, সোমবারের বদলে মঙ্গলবার। আপাতত ভোট প্রচার বন্ধ , ফোনে ফোনে অফিস বসে যা করার করতে হবে বললেন কৈলাশ। খোঁজ রাখবো, নজর রাখবো দরকারে পাশে থাকবো সরকারের।
ফণীর প্রভাবে শুরু হল বৃষ্টি ঝাড়খণ্ড ও বিহারে, ৩ মে মধ্য রাতে অথবা ৪ তারিখ ভোরে ফণী এ রাজ্যে প্রবল বেগে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে . খাবার সরবরাহের জন্য খোলা হয়েছে ৫০০০ গণ রান্নাঘর। ত্রিপল, শুকনো খাবার মজুত রাখা হয়েছে শিবিরে
ভুবনেশ্বরের দশ কিমি পূর্বে, কটকের ৩০ কিমি দক্ষিণে রয়েছে ফণী.