দুশ্চিন্তার কিছু নেই ২৬-২৭ ব্যাঙ্ক বন্ধ হবে না : পুজো মহার্ঘ
দূর্গা আসছে সঙ্গে "লক্ষি-গণেশ-কার্তিক-স্বরসতীকে" পিছু নিয়েছে তাদের বাহনগণ , আর এই নিয়ে মহাচিন্তায় অবসান ঘটিয়ে সরে এলেন ধর্মঘটীরা।
২৬-২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত
কর্তৃপক্ষের আশ্বাসে সরে এলেন ধর্মঘটের পথ থেকে ।আন্দোলনকারীরা সরকারি ভাবে জানিয়েছেন পুজোর মুখে এই ধর্মঘট তারা মানসিক ভাবে মেনে নেয়নি কিন্তু কিছু করার ছিল না। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কে বহুবার দাবি জানিয়েও কোন কাজ হয় নি তাই এই ধর্মঘটের পথে ব্যাঙ্ক কর্মীরা।
দাবি গুলোর মধ্যে ছিল
১) কর্মী সংকোচন করা যাবে না
২) ব্যাঙ্ক সংযুক্তিকরণ
৩) আর্থিক দাবিদাবা
৪) করেনদের একতরফা নির্দেশ ব্যাঙ্ক ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে , ব্যাঙ্ক শিল্পের স্বাধীন পরিচারণায় হস্তক্ষেপ।
৫ ) স্থায়ী কর্মী নিয়োগ , ইত্যাদি
ব্যাঙ্ক ধর্মঘট ডাক দেয় চারটি ব্যাঙ্ক সংগঠন,ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরুদ্ধে প্রতিবাদে দেশব্যাপী দুদিনের। আর এই নিয়ে দেশব্যাপী সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয় ২৬ এবং ২৭ সেপ্টেম্বর।অর্থ সচিব রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর ব্যাঙ্ক ধর্মধট স্থগিতের সিদ্ধান্ত নেয় ওই চারটি ব্যাঙ্ক সংগঠন । অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন জানান কর্মীদের বাকি দাবিদাওয়া নিয়েও বিবেচনার আশ্বাস মিলেছে।