
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বছরের শুরুতে শীতের দাপুটে ইনিংস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামীকাল ভোরের দিকে ঘন কুয়াশা হতে পারে। গাড়ি চলাচলে সতর্কতা নেওয়া ভালো।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি কাঁপছে কনকনে ঠান্ডায়। সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে।