দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত মূল্য ধার্য করলো ইন্ডিয়ান রেল বোর্ড
এটি শুধু নয় প্লাটফর্ম টিকিটেরও বাড়তে চলেছে দাম

তিয়াসা মিত্র : সাম্প্রতিক রেল কমিশন থেকে পেশ করা হলো নতুন নির্দেশিকা , যেখানে বলা হয়েছে এখন থেকে প্রতিটি দূরপাল্লার ট্রেন ভাড়ার সাথে যুক্ত হবে অতিরিক্ত ১০ টাকা থেকে ৫০ টাকা। রেলের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘এর ফলে আরও বেশি সংখ্যক স্টেশনের মানোন্নয়ন করা যেতে পারে।’’ সম্প্রতি সব জোনের জেনারেল ম্যানেজারকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন রেলের প্যাসেঞ্জার্স মার্কেটিং বিভাগের ডিরেক্টর বিপুল সিঙ্ঘল।
চিঠি তে বলা হয়েছে – অসংরক্ষিত আসন থেকে বাতানুকূল আসন টিকিটের দামের সঙ্গে ১০ টাকা থেকে ৫০ টাকা অতিরিক্ত মূল্য গুনতে হবে যাত্রীদের। এটি শুধু নয় প্লাটফর্ম টিকিটেরও বাড়তে চলেছে দাম। এই নির্দেশিকা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন যেখানে বলা হচ্ছে – স্টেশনগুলির মানোন্নয়নের জন্য রেল বাজেটে টাকা ধার্য করা থাকে। তা হলে কেন অতিরিক্ত টাকা গুনতে হবে যাত্রীদের, এমন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দেখার বিষয়ে একটাই কতদিন কি ভাবে এই ব্যাবস্থাপনা চলতে পারে।