দূর্গা বন্দনায় গেরুয়া শিবিরের পাল্টা পরিকল্পনা : ‘পদ্মের আগমনী’
স্টিকার নিয়ে বাড়ি বাড়ি শুভেচ্ছা জানাবে বিজেপির মহিলা বাহিনী। এই উদ্যোগের পোশাকি নাম 'দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী' . তবে পরিকল্পনায় বাধা আসতেই পারে তৃণমূল শিবির থেকে।
বোধন থেকে বিসর্জন কোনো পথই ছেড়ে দেবেনা তৃণমূলের পাল্টা বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব গুলোকে পুজোর অনুদান ১০০০০ থেকে বাড়িয়ে ২৫০০০ হাজার করে ভোটারের মনজয় করার নিদান দেন তখন পাল্টা বিজেপি এই পথে। মণ্ডপে সিঁদুরখেলা থেকে বাড়ি বাড়ি দুর্গার মুখ আঁকা স্টিকার বিলি। আর এই পৌরনির্বাচনের আগে এই পুজোকেই হাতিয়ার করে জোরদার জনসংযোগে নেমে পড়ল বিজেপি।সাংবাদিক বৈঠকে জানান সাংসদ লকেট চট্টোপাধ্যায় যে দুর্গাপুজো উপলক্ষে ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জনসম্পর্ক স্থাপন কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলা থেকে কলকাতায় এই কর্মসূচিতে কেন্দ্রের বিভিন্ন যোজনা নিয়ে প্রচার চালানো হবে।এরই সাথে মানুষের মনের বড় সংশয় তিন তালাক বিল থেকে ৩৭০ ধারা সাথে এন আর সি নিয়েও মানুষের সামনে যাবে যুক্তি দিতে । এছাড়াও থাকবে মহালয়ার দিন প্রভাতফেরির আয়োজন করা হবে সঙ্গে দশমীতে মণ্ডপে মণ্ডপে হবে সিঁদুর খেলা। দুর্গাপুজো। লকেট চট্টোপাধ্যায় উদ্বোধন করেন দুর্গার মুখ আঁকা একটি শুভেচ্ছা স্টিকারেরও এই উপলক্ষে ।তাতে লেখা আছে ‘দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী’ নামে সেই স্টিকার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ।
রাজনৈতিক মহলে এই উদ্যোগ নিয়ে মতামত হল এই যে , দুর্গার মুখ আঁকা স্টিকার নিয়ে সাধারণ মানুষের বাড়িতে গেলে তা যদি দরজায় লাগনো হয়, তাহলে পাল্টা আক্রমণের হাতে পড়তে পারেন বিজেপি কর্মী থেকে সমর্থকরা। কারণ অনেকেই সমর্থন করতে পারেন গোপনে কিন্তু তা এখনোও প্রকাশ্যে আসে নি। আর এই কর্মসূচির মধ্যে থাকলেই জানতে পেরে যাবে বিপক্ষে থাকা দল। ফলে আক্রান্তের সম্বভনা থাকছেই, তারফলে কতটা সফল হবেন এই খেতে বলা কঠিন।