Weather
দেবাশীষের আর ফেরা হল না বাড়ী : ঝড়ের বলি
দত্তপুকুর চালতাবেড়িয়া মোরে ঝড়ে গাছ ভেঙে আহত ৩ মৃত ১
দত্তপুকুর চালতাবেড়িয়া মোরে একটি কারখানায় কাজ করছিলো জানা তিন চার জন , সন্ধ্যে ৬ টা নাগাদ প্রচন্ড ঝরে কারখানার ওপর বড় গাছ ভেঙে পরে। দেবাশীষ শীল বয়স 18 সহ তিন জন চাপা পড়ে , দেবাশীষ মারা যায় ঘটনা স্থলে , দেবাশীষের বাড়ী চালতা বেড়িয়া পূর্বপাড়া । গাছে চাপা পড়ে দেবাশীষ সীল সহ আরো দুইজন , স্থানীয় মানুষ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ,প্রাথমিক চিকিৎসা করার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বাকি দুই জন কে, কিন্তু দেবাশীষ শীল কে মৃত বলে ঘোষণা করে। সাংঘাতিক ঝরে সন্ধ্যে 6 টার পর থেকে যশোর রোড পুরো অবরোধ হয়ে যায়, গাছ পরে যাওয়ায় রাস্তার যাতায়াত বন্ধ হয়ে পরে , পরে পুলিশ ও দমকল এসে গাছ সরিয়ে যাতায়াতের ব্যবস্থা করেন।