Education Opinion

দেশে বিজিপির উঠানের সাথে সাথে এবিভিপির বেড়ে ওঠা : গোবরডাঙ্গা হিন্দু কলেজে ডেপুটেশন জমা

তৃণমূল ছাত্র পরিষদের অনেকেই এখন দল বদলিয়ে এবিভিপি

ঘটনাটি ঘটেছে গোবরডাঙা হিন্দু কলেজ আজকে সকালে কলেজ খোলার সময় এ বি ভি পি’র কিছু ছেলেরা ডেপুটেশন জমা দেবে বলে কলেজের সামনে একত্রিত হয়। কখন কিছু টিএমসির যারা টোটো চালায় এবং ভ্যান চালক দেব নিয়ে আমাদের উপর চড়াও হয়। এবং লুঙ্গি পরে কিছু বহিরাগত ছেলে এসে তাদের আটকায় কিন্তু আমরা উপেক্ষা করে আমরা ভিতরে চাই এবং প্রিন্সিপালকে ডেপুটেশন জমা দিয়। আমাদের দাবি ছিল কলেজের ভর্তির ফি কমাতে হবে, কলেজ ক্যাম্পাসে কোন বহিরাগত ছেলে থাকা চলবে না, এবং ভর্তির সময় কোন দালাল ধরে ভর্তি না হয় এই দাবিতে তারা ডেপুটেশন জমা দেয়। আর কলেজ ক্যাম্পাসে এবিভিপি ব্লাক তারা লাগিয়ে দেয়।

এ বি ভি পি’র সভাপতি উৎপল রায় বলে আমরা প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছে প্রিন্সেসের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে।তৃণমূলের দাবি কলেজের যারা ডেপুটেশন জমা দিতে আসে তারা সব লাইন করে লুঙ্গি পরা ছেলেদের নিয়ে এসে ডেপুটেশন জমা দেয় কিন্তু আমরা জিজ্ঞাসা করতে আমাদের উপর চড়াও হয়। এবিভিপি কোন সংগঠন নেই। তাই গোবরডাঙ্গা কলেজে এসে এবিভিপির লোকরা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমরা হিন্দু কলেজ অরাজগতা হতে দেব না। এবিভিপি গণতন্ত্রে মাধ্যমে এসে ডেপুটেশন জমা দিক আমাদের কোন আপত্তি থাকবেনা।
গভমেন্ট কমিটির মেম্বার সংকর দত্ত কে। টি এম সি নেতা

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: