
@ দেবশ্রী : করোনা মোকাবিলায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি। আগামী ৩রা মে শেষ হচ্ছে লকডাউনের দ্বিতীয় দফা। কিন্তু এই লকডাউন ও রাশ টানতে পারছে না করোনার সংক্রমণের উপর। এর মাঝেই দেশে করোনায় মৃত্যুর সংখ্যা সংখ্যা ছাড়াল ১০০০। মাত্র গত ২৪ ঘন্টায় দেশে ৭৩ জন মারা গেছেন, যা এখনও পর্যন্ত রেকর্ড। দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৩৩২ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তার পরের দু’টি স্থানে রয়েছে যথাক্রমে গুজরাত ও দিল্লি।
মহারাষ্ট্রে সংক্রমণের হার ক্রমশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যেই ওই রাজ্যে ৯ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে ৪০০ জনের, যা গোটা দেশে সর্বাধিক। গুজরাতে সমক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৪৪ জন। মারা গিয়েছেন ১৮১ জন রোগী। দিল্লিতে আক্রান্ত ৩ হাজার ৩১৪ জন। তবে সেখানে মৃতের সংখ্যা মহারাষ্ট্র ও গুজরাতের থেকে অনেকটা কম, ৫৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১১৯ জন। তবে মঙ্গলবার, নবান্নের তরফে জানানো হয়েছিল, এ রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫২২ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।