২০১৯-এর লোকসভা নির্বাচনের এক্সিট পোল এক্সাক্ট পোল-এ রূপান্তরিত হলো। ২০১৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলের মতোই ২০১৯-এ মোদি ঝড় অব্যাহত থাকলো গোটা ভারতে। ৫৪২-টি আসনের মধ্যে ৩০০ অধিক আসনে জয়লাভ করে ফের NDA-ই সরকার গঠন করতে চলেছে। ১৫-তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, এই রাজ্যে বিধানসভা উপনির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনের ফলাফলেও উঠলো গেরুয়া ঝড়। রাজ্যের ৪২-টি আসনের মধ্যে সমানে-সমানে তৃণমূল-কংগ্রেসের সঙ্গে টেক্কা দিলো বিজেপি। বহরমপুরকে নিজের দখলে রাখলো কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে, একটি আসনেও জয়লাভ করতে না পেরে, কার্যত সাফ হয়ে গেলো বামফ্রন্ট। স্বাভাবিকভাবেই এই নির্বাচনের ফলের প্রভাব আগামীদিনে রাজ্যে আসন্ন নির্বাচনগুলিতে পরবে, তা বলাই বাহুল্য।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.