Life Style
ধনী মহিলা
বিশ্বের তৃতীয় ধনী মহিলা হলেন আমাজন কর্তা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ৪৮ বছর বয়সী ম্যাকেঞ্জি। কারন স্বরূপ বিবাহবিচ্ছেদ।২০১৯-এর জানুয়ারিতে ২৫ বছরের সম্পর্কের ইতি টানলেন জেফ বেজোস ও ম্যাকেঞ্জি।এই বিবাহবিচ্ছেদের ফলে ম্যাকেঞ্জি বর্তমানে আমাজনের প্রায় তিন হাজার ছ’শো কোটি ডলার শেয়ারের মালিক হলেন চার সন্তানের মা ম্যাকেঞ্জি।