West Bengal

ধর্ম বিবাদের অশনি সংকেত : বহরমপুর

নির্মম অবস্থান তৈরী হল বহরমপুরে : ধর্ম বাদে চাপা আগুন , চলছে গুঞ্জন

নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশে যেটা হচ্ছে সেটার উল্টোটা পশ্চিম বাংলাতে শুরু হয়েছে , আর এমন পর্যায়ে চলে যাচ্ছে সেটা আগামীর অশনি সংকেত।ঘটে গেলো নির্মম এক ঘটনা যা আগে কোন দিন পশ্চিম বঙ্গে ঘটে নি। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বন্ধুর উদ্দেশ্যে ‘জয় শ্রীরাম’ বলায় জনাকয়েক যুবকের হাতে আক্রান্ত হ’ল দুই যুবক। খাবার টেবিল থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয় তাদেরকে বলে অভিযোগ। খেলতে গিয়ে হনুমানজীর প্রাণমন্ত্র উচ্চারণ করায় রেহাই পায়নি বছর আটেকের শিশুও। ঘটনার প্রতিবাদে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের গোয়ালজান এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবকেরা তৃণমূল সমর্থক বলে অভিযোগ। এদিন দুপুরে স্থানীয় রিফিউজি ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনার উত্তেজনা চরম আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ। তবে পুলিশ পৌছানোর আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। কিছু দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা থেকে যাবার সময় কিছু যুবক জয় শ্রী রাম ধ্বনি দেন , তখনি নেমে পড়েন মমতা ব্যানার্জী গাড়ী থেকে , তার পর যেটা হয় আজ সেটা ভাইরাল ভিডিও।বহরমপুরের গোয়ালজান এলাকার ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় স্থানীয়রা।ওপিনিয়ন টাইমস এর আবেদন আপনি মন্দির বা মসজিদ রাখুন নিজ হৃদয়ে , ভক্তি রাখুন আপন মনে তাহলে এই বিপদ থেকে মুক্তি পাবে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: