Health

ধূমপান আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না তো !

ধূমপান ছাড়ুন ,সুস্থ থাকুন শুধু দরকার ইচ্ছাশক্তি

একটা সময় ছিল যখন ধূমপান হতো উৎসব উপলক্ষে,কিন্তু নবম শতকে মেক্সিকো ও মধ্য আমেরিকায় ধূমপান করার প্রবণতা বাড়তে থাকে। আস্তে আস্তে তা ইউরোপে ছড়িয়ে পরে।ইউরোপের দেখেই , ভারতীয়দের ধূমপানের প্রতি ঝোঁক জন্মায়। তবে সবচেয়ে বেশি ধূমপান করেন জাপানিরা। আর ভারতের মধ্যে সবচেয়ে বেশি সিগারেট খাওয়া হয় কলকাতাতেই। ১৮৩০সালে ফরাসিরা প্রথম সিগারেট নামটি দেন। ভারতে সবচেয়ে বেশি সিগারেট তৈরী হয় অন্ধ্রপ্রদেশে। এতো গেলো সিগারেটের ইতিহাস ,কিন্তু আপনি জানেন কি অতিরিক্ত ধূমপান বা সিগারেট সেবনের ফলে আপনি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তামাকজাত দ্রব্য যে স্বাস্থ্যেরপক্ষে ক্ষতিকর তা ঊনিবিংশ শতকে জার্মানি চিকিৎসকেরা তা আন্দাজ করেন এবং সিগারেটের থেকে যে ফুসফুসে ক্যান্সার হতে পারে এটাও প্রমান করেন তারাই।সিগারেটে তামাক ছাড়াও আছে ফর্ম্যাল্ডিহাইড,আর্সেনিক, সায়ানাইড,সিসা,এসিট্যালডিহাইড, এক্রাইলোনাইট্রাইল ইত্যাদি। ফুসফুস ক্যান্সার ছাড়াও অতিরিক্ত সিগারেট খেলে পেরিফেলার ভাস্কুলার ডিজিজ ,স্ট্রোক ,হার্ট অ্যাটাক,সিওপিডি প্রভৃতি রোগ দেখা দেয়। তাই নিজেকে সুস্থ রাখতে দূরে থাকুন সিগারেট থেকে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: