West Bengal

ধেয়ে আসছে ফণী ! ছাত্র ছাত্রীর সুরক্ষার কথা ভেবে পরীক্ষা বাতিল যাদবপুরে

ফণীর প্রভাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে , বাতিল হল পরীক্ষা

ইতিমধ্যেই ওড়িশা লন্ডভন্ড করেছে ফণী , নিহত হয়েছে ৬জন। বিদ্যুৎহীন বহু জেলা।  বাংলায় ফণী , ,আছড়ে পড়তে পারে  যে কোনো সময়।  রাজ্য সরকার স্কুল গুলো ছুটি দিয়েছে আগেই। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় বাতিল করলো পরীক্ষা।এই মুহূর্তে  চলছে প্রথম দফার পরীক্ষা। ছাত্র ছাত্রীদের কথা ভেবে বাতিল করা হলো দ্বিতীয় দফার পরীক্ষা।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: