West Bengal

নকশালবাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভা

থিক থিকে ভিড়ে মমতার সওয়াল

শুক্রবার শিলিগুড়ির অদূরে নকশালবাড়িতে দলীয় প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল কংগ্রেস পাহাড়ে শান্তি আনলেও বিজেপি আগুন লাগায়।। মুখ্যমন্ত্রীর ভাষণের সিংহভাগ জুড়ে ছিল পাহাড় ও সমতলের পারস্পরিক ঐক্যের বার্তা। প্রায় ৪০ মিনিটের ভাষণে বারবারই মোদিকে এক্সপায়ারি প্রাইম মিনিস্টার বলে কটাক্ষ করেন মমতা। সিপিএম,  কংগ্রেস,  বিজেপি কে  জগাই মাধাই গদাই বলে অভিহিত করে এদের  কাউকে ভোট  না দেওয়ার আর্জি রাখে উপস্হিত জনতার সামনে।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: